যাদুকাটার পাড় কেটে বালু উত্তোলন, ৬ জনের ৬০ দিন করে কারাদন্ড
- আপলোড সময় : ১৩-১০-২০২৫ ১২:০১:০৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৩-১০-২০২৫ ১২:০১:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬০ দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত। অভিযানে সহায়তা করে তাহিরপুর থানা পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, রাতে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারকালে বড়দল উত্তর ইউনিয়নের চরগাঁও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাশার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) এবং বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮) ও মো. আলীম শাহের ছেলে হৃদয় শাহ (২৪)-কে আটক করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে প্রায় ৩০০ ঘনফুট বালুসহ দুটি স্টিলের নৌকা জব্দ করা হয়। পরে
আটক ব্যক্তিদের রিুদ্ধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে দুই মাসের কারাদ- প্রদান করে তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইয়াসির আরাফাত বলেন, াদুকাটা নদীর পাড় কেটে পরিবেশ নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ