সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদের মৃত্যুতে দোয়া মাহফিল
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ১১:৫৯:২৪ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ১১:৫৯:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মোহনপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মঈনুল হক।
কবি শহীদ মিয়ার পরিচালনায় জয়নগর বাজার হাজী গণি বক্সস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সাবেক মেম্বার নুরুল হুদা, সহকারী অধ্যাপক ফারুক রশিদ, প্রধান শিক্ষক লিলু মিয়া চৌধুরী, কাজী সামছুল হুদা সোহেল, গরীবউল্লা, আব্দুল কাইয়ুম, আমিরুল ইসলাম, আমিরুল হক, সাবেক শিক্ষক অরবিন্দু, মোস্তাকিন রশিদ। এছাড়াও ইউনিয়নের সর্বস্তরের লোকজন দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মোনাজাত করেন মোহনপুর গ্রামের মাওলানা আব্দুল মোক্তাদির।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ