ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক রথীন্দ্র কুমার দাস স্মরণে শোকসভা টিলা কেটে সরকারি জায়গায় ইউপি চেয়ারম্যানের বহুতল মার্কেট ছয় থানার ওসি বদলি কমিশনকে নজরে রাখবে রাজনৈতিক দলগুলো সালমান-আনিসুল হক ফের রিমান্ডে দেশের বিদেশি ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের কাছাকাছি বাংলাদেশের সংস্কার উদ্যোগে সহায়তা দেবে জার্মানি হাওরকে বাঁচতে দিন আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ অক্টোবর “অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে হবে, তবে তা সীমাহীন নয়” ইজারাকৃত সব জলমহালের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ পদ হারিয়ে যুক্তরাজ্যে ফিরছেন আ.লীগ নেতারা সাবেক ৩ সিইসি’র বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক হাওর উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: মহাপরিচালক অন্তর্বর্তী সরকারকে যেকোনও সহযোগিতা করতে প্রস্তুত ইউনেস্কো কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রধান বিচারপতির ১২ নির্দেশনা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর বিবেচনার অনুরোধ

শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৪

  • আপলোড সময় : ১২-০৯-২০২৪ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৪ ০৮:৪১:৩০ পূর্বাহ্ন
শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৪
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এতে পৌরসভার চারজন কর্মচারী আহত হন। এ সময় পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। বুধবার দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় সুনামগঞ্জ পৌরসভার চার কর্মচারী আনোয়ার হোসেন (২৮), আজিম উদ্দিন (৩০), শিপন মিয়া (২৭) ও আবদুল মান্নান (৩১) আহত হয়েছেন। তারা সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শহরকে যানজটমুক্ত করতে এবং শহরের সড়কগুলো প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শহরের সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমাণ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের উপস্থিতিতে এই অভিযান শুরু হয়। এর ধারাবাহিকতায় বুধবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অভিযান শুরু করেন। ওইদিন দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালান কিছু ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ট্রাফিক পয়েন্ট এলাকায় একটি অবৈধ ফলের দোকান তুলে দিতে গেলে কিছু ফল ব্যবসায়ী জড়ো হয়ে অভিযান চালাতে বাধা দেন। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে লাঠিসোঁটা নিয়ে অভিযানে অংশ নেওয়া পৌরসভার কর্মচারীদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের কয়েকজনকে কিলঘুষি মারেন হামলাকালীরা। পরে হামলাকারীদের ধাওয়ায় অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট, পুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সেখান থেকে দ্রুত সরে যান। পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন জানান, আমরা উচ্ছেদ অভিযানের আগে মাইকিং করেছি। সরাসরি গিয়ে প্রত্যেককে বলে আসা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। এসবের পরও তারা হামলা করেছেন। অভিযানে বাধা দিয়েছেন। এতে পৌরসভার চারজন কর্মী আহত হয়েছেন। পুলিশ সদস্যরা মার খেয়েছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী কালীকৃষ্ণ পাল বলেন, অভিযানের আগে সকল ব্যবসায়ীদের নিজ দায়িত্বে ফুটপাত দখলমুক্ত করার কথা বলে আসা হয়েছে। তিনি বলেন, আজ আমি অভিযানে যাইনি। ফুটপাতের ব্যবসায়ীদের একাধিকবার বলে আসার পরও অভিযানে নাকি নানা ঘটনা ঘটেছে। এসব খবর শুনতে পেয়েছি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ জানান, কোনো পুলিশ সদস্য আহত হননি। ফল ব্যবসায়ীরা উত্তেজিত হওয়ার পর অভিযানে থাকা সবাই সেখান থেকে দ্রুত সরে আসেন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, আমরা যেহেতু শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছি, সেটা চলবে। আজ (বুধবার) অভিযানে যারা বাধা দিয়েছেন, হামলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহ¯পতিবার আবার অভিযান হবে। এতে সব বাহিনীর সদস্যরা থাকবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স