জগন্নাথপুরে এমপি প্রার্থী এমএ কাহারকে সংবর্ধনা
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৫১:১৩ পূর্বাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি ::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্যের সুইন্ডন বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর এমএ কাহারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অডিটরিয়ামসহ আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ও এমপি প্রার্থী নাদির আহমদ। বিশেষ অতিথি ছিলেন এমপি প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন ও মেজর (অব.) সৈয়দ আশফাক সামী।
সভায় সংবর্ধিত অতিথি এমএ কাহার বলেন, দলীয় ঐক্য ও জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রনেতা আবিবুল বারী আয়হান এবং সঞ্চালনা করেন বিএনপি নেতা এমএ কয়েছ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. শাহজাহান মিয়া, শান্তিগঞ্জ বিএনপি নেতা ছালিব নূর বাচ্চু, ফরিদ আহমদ, জগন্নাথপুর বিএনপি নেতা আবদুল ওয়াহাব, গোলজার আহমদ, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন, শামীনুর রহমান, তাজুল জিম্মাদার, রুহেল আহমদ রাজা, সুহেল হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। তেলাওয়াত করেন হাফিজ রাশেদ আহমদ।
সভায় এক মঞ্চে একসঙ্গে ৪ এমপি প্রার্থীর উপস্থিতি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁরা সবাই আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করবেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ