ধর্মপাশায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সভা
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৫০:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৫০:০১ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ও রবিবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার এই সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য সহকারী মুজাহিদ মিয়া, মেডিকেল ট্যাকনোলজিস্ট (ইপিআই) গোলাম আসকার, সাংবাদিক সালেহ আহমদ, সোহান আহমেদ, রবি মিয়া, সাকিন শাহ, রাজু ভুঁইয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ