নৌকা থেকে ছিটকে পড়ে শিশু নিখোঁজ
- আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:৪৪:১৬ পূর্বাহ্ন

দিরাই প্রতিনিধি ::
দিরাই পৌর শহরের শাল্লা নৌকাঘাট এলাকায় নৌকা থেকে চামটি নদীতে ছিটকে পড়ে দেড় বছরের এক শিশুকন্যা নিখোঁজ হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মা সিলেট থেকে দিরাই এসে শাল্লাগামী একটি নৌকায় উঠছিলেন। এ সময় তার কোলে থাকা দেড় বছরের শিশু অসাবধানতাবশত নৌকা থেকে ছিটকে চামটি নদীতে পড়ে যায়। নিখোঁজ শিশুটির নাম সীমা। সে শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের সিমের কান্দা গ্রামের রহিবুল ইসলাম ও মাসেদা বেগমের মেয়ে।
ঘটনার পর দিরাই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে স্রোত বেশি থাকায় এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জিব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। নিখোঁজ শিশুটির সন্ধানে ডুবুরি দল সর্বাত্মকভাবে কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ