সুনামগঞ্জ , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ! চলতি মাসেই গ্রিন সিগন্যাল পাবেন ২০০ জন পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি শিশুযত্ন কেন্দ্র, পাঁচ ভুবনে বেড়ে উঠছে শিশুরা হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের শোডাউন কারা সেফ এক্সিট চায়- নাহিদকে স্পষ্ট করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ওএসডি, আছে ঘুষ গ্রহণের অভিযোগও দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত
অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির বিবৃতি

কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সভায় হামলা করে

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:০৭:১৬ পূর্বাহ্ন
কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সভায় হামলা করে
স্টাফ রিপোর্টার :: প্রভাবশালী সুবিধাভোগী মহলের মদদপুষ্ট কুচক্রীমহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত শুক্রবার অনুষ্ঠিত সাধারণ সভায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি। তারা হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির কতিপয় ভক্তবৃন্দের দাবির প্রেক্ষিতে গত ৩০ জুলাই উভয়পক্ষের সমঝোতা স্মারকের ২নং সিদ্ধান্তের আলোকে ১০ অক্টোবর শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সভা দুপুর ১২টার সময় মন্দির প্রাঙ্গণে নাট মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সভা পরিচালনা করেন কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অশোক কুমার তালুকদার। বিবৃতিতে জানানো হয়, প্রথা ও রীতি অনুযায়ী পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়। সভার শুরুতেই শ্রী শ্রী অদ্বৈত মন্দিরের প্রায়াত সকল ভক্ত-অনুরাগীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক সভায় ত্রি-বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন ও সমুদয় উন্নয়ন কর্মকা- উপস্থাপন করেন এবং উন্নয়ন কর্মকা-ে অবদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন। সভাপতির আবেগঘন বক্তৃতায় সভায় উপস্থিত সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। শান্তিপূর্ণ ও নিবিড় পরিবেশে সভার কার্যক্রম চলছিল। সভাপতির অনুমতি ক্রমে সভায় উন্মুক্ত বক্তৃতায় অংশগ্রহণের জন্য উপস্থিত ভক্তম-লীকে সাধারণ সম্পাদক অনুরোধ জানান। উন্মুক্ত বক্তৃতা চলাকালে আকস্মিকভাবে প্রভাবশালী সুবিধাভোগীমহলের মদদপুষ্ট কুচক্রী মহল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সঙ্ঘবদ্ধ হয়ে ৫৯০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সুনাম, সুখ্যাতি বিনষ্টের অসৎ উদ্দেশ্যে অতর্কিতে সাধারণ সভা ভুন্ডলের জন্য বিভিন্ন ভক্তগণের উপর হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়েন। বিবৃতিতে শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায় বলেন, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটির পক্ষ থেকে অনাকাক্সিক্ষত পরিকল্পিত, বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাধারণ সভায় নিরাপত্তা প্রদানের জন্য অফিসার ইনচার্জ, তাহিপুর থানাকে লিখিতভাবে জানানোর প্রেক্ষিতে সভাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে ধর্মকর্ম, পূজার্চ্চনা, অনুষ্ঠানাদি, চলমান উন্নয়ন কর্মকা- নিরাপদ ও নির্বিঘ্নে পরিচালনার সুবিধার্থে সংবাদকর্মীদের সংগৃহিত ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ নিরীক্ষণপূর্বক হামলার ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!

বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!