সুনামগঞ্জ , রবিবার, ১২ অক্টোবর ২০২৫ , ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ! চলতি মাসেই গ্রিন সিগন্যাল পাবেন ২০০ জন পাঁচ আসনে নবীন মুখের ছড়াছড়ি অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটি গঠন নিয়ে দু’পক্ষের হাতাহাতি শিশুযত্ন কেন্দ্র, পাঁচ ভুবনে বেড়ে উঠছে শিশুরা হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের শোডাউন কারা সেফ এক্সিট চায়- নাহিদকে স্পষ্ট করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ওএসডি, আছে ঘুষ গ্রহণের অভিযোগও দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন

  • আপলোড সময় : ১২-১০-২০২৫ ০৮:০০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৫ ০৮:০০:১২ পূর্বাহ্ন
গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও অস্থিরতার পথে এগিয়ে যাচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্য- “আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়ংকর হতে পারে”। এটি কেবল রাজনৈতিক সতর্কবাণী নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের বহিঃপ্রকাশ। বর্তমানে দেশের রাজনৈতিক পরিম-ল অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, কিন্তু এখনো নির্বাচনী প্রক্রিয়া ও অংশগ্রহণ নিয়ে বড় দলগুলোর মধ্যে কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। শামসুজ্জামান দুদু যে “ভয়ংকর পরিস্থিতি”-র আশঙ্কা করেছেন, তা ইতিহাসের প্রেক্ষাপটে একেবারে অমূলক নয়। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের পর দেশে সহিংসতা, অস্থিরতা ও রাজনৈতিক বিভাজনের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা এখনো জাতীয় জীবনে ক্ষতচিহ্ন হিসেবে রয়ে গেছে। যদি এবারও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন না হয়, তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা আরও নষ্ট হবে, গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়বে। এছাড়া শামসুজ্জামান দুদুর বক্তব্যে পার্শ্ববর্তী দেশের প্রভাব নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেটিও উপেক্ষা করার মতো নয়। বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র - কোনো দেশ বা শক্তির ছায়ায় গণতন্ত্র টিকে থাকতে পারে না। প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অবশ্যই পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে গড়ে উঠতে হবে। কিন্তু বিদেশি স্বার্থ রক্ষার নামে যদি অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা হয়, তবে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র - উভয়ের জন্যই ক্ষতিকর হবে। এখন সবচেয়ে প্রয়োজন একটি সর্বসম্মত রাজনৈতিক সমাধান। সরকার ও বিরোধী দল উভয়ের উচিত ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের আস্থা অর্জনের প্রতিযোগিতায় নামা। নির্বাচন যেন হয় সংবিধানের মর্যাদা রক্ষা করে, প্রশাসনের নিরপেক্ষতার নিশ্চয়তায় এবং ভোটারদের অবাধ অংশগ্রহণে। দেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়; একতরফা ক্ষমতা নয়, সুশাসন চায়। সময় এখনও ফুরিয়ে যায়নি, ফেব্রুয়ারির আগেই রাজনৈতিক পক্ষগুলো যদি সংলাপ ও সমঝোতার পথে এগিয়ে আসে, তবেই এ দেশের গণতন্ত্র নতুন করে আশার আলো দেখতে পাবে। অন্যথায়, “ভয়ংকর পরিস্থিতি”-র আশঙ্কা বাস্তবে পরিণত হওয়াটা কেবল সময়ের ব্যাপার।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!

বজ্র নিরোধক দন্ড কাজ করছে কি-না জানেনা কেউ!