উকিলপাড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৪:০৩:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৪:০৩:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ক্যাব অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমনা ও একটি রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন। এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শরীফ উদ্দিন, জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ স¤পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সহসভাপতি দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন, ক্যাবের অর্থ স¤পাদক মো. আলাল উদ্দিনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের উকিলপাড়া পয়েন্টের জয়গুরু রেস্টুরেন্টকে পোড়া তেল ব্যবহারের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার খোলা রাখা ও নোংরা পরিবেশের দায়ে মায়া রেস্টুরেন্টকে এক হাজার টাকা, পোড়া তেল ব্যবহার ও লেবুর শরবতে পিপড়া ও ময়লা থাকার দায়ে শান্তি স্টোরকে চার হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য রাখার দায়ে জয়গুরু স্টোর তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া টমেটো সসে কাপড়ের রঙ ব্যবহার ও নোংরা পরিবেশ থাকায় মফিজুল হকের রেন্টুরেন্ট বন্ধ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ