ছাতকে ব্র্যাকের সমন্বয় সভা
- আপলোড সময় : ১১-১০-২০২৫ ০৩:৫২:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১০-২০২৫ ০৩:৫২:৩০ পূর্বাহ্ন

ছাতকে প্রতিনিধি ::
ছাতকে ব্র্যাকের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির মাধ্যমে সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন।
এসময় টাইফয়েড টিকাদান ক্যা¤েপইন বিষয়ে উপজেলার বিভিন্ন জামে মসজিদের ঈমাম ও মাদ্রাসা সুপারদের সাথে আলোচনা হয়।
ডা. নুসরাত আরেফিন বলেন, টাইফয়েডের টিকা প্রদান ক্যা¤েপইনে রেজিস্ট্রেশনে সারাদেশের মধ্যে আমরা এগিয়ে রয়েছি। এই ক্যাম্পেইন সফলে সকলের সহযোগিতা প্রয়োজন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রণবীর তালুকদার রক্তিম, ব্র্যাকের সিসিএইচ অফিসার মাহমুদুর রহমান, স্বাস্থ্যকর্মী কামরুল ইসলাম, দারুল উলুম ছাতক মাদ্রাসার পরিচালক মাওলানা ফজলুর রহমান, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন, বেতুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান, আমিনুর রহমান, দিলোয়ার হোসাইন, মো. নাজমুল হোসেন প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ