কুশিয়ারা নদীতে জেলে নিখোঁজ
- আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২৬:৩২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে বিপ্লব দাশ নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজারের পাশে কুশিয়ারা নদীতে এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কুশিয়ারা নদীতে ছোট নৌকায় করে বড়শী দিয়ে মাছ শিকার করছিলেন রাণীগঞ্জ ইউনিয়নের রানীনগর গ্রামের দিরু দাশের ছেলে বিপ্লব দাশ (৩৫)। বৃষ্টি ছাড়া হঠাৎ করে বজ্রপাত শুরু হলে বিপ্লব দাশ নৌকা মাঝ নদী হতে তীরে নিয়ে আসার চেষ্টা করেন। এ সময় বজ্রপাতের আঘাতে কুশিয়ারা নদীতে পরে নিখোঁজ হন ওই তিনি। বজ্রপাত থেমে গেলে স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ঘণ্টাখানেক খোঁজার পর তার সন্ধান না পাওয়ায় তীরে ফিরে আসেন স্থানীয়রা। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ জেলের সন্ধানে চেষ্টা করছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ