ষোলঘরে ভারতীয় মদসহ যুবক গ্রেফতার
- আপলোড সময় : ১০-১০-২০২৫ ০৯:২৩:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৫ ০৯:২৩:৪১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ বোতল ভারতীয় মদসহ মো. নাছির মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ভৈষেরপাড় গ্রামের সৈয়দ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (বিএমসি) সেন্টু রঞ্জন নাথের নেতৃত্বে একটি দল শহরের ষোলঘর এলাকার পবন কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে নাছির মিয়াকে হাতেনাতে আটক করে। অভিযানে উপপরিদর্শক আব্দুল কাদির, মনিতা সিনহা, এএসআই আনিস, কনস্টেবল মোস্তাকিন ও বাজিন্দ্র সরকার অমিত অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আরেক মাদক কারবারি নাছিম মিয়ার মাধ্যমে নাছির মিয়া ভারতীয় এই মদ সংগ্রহ করে সুনামগঞ্জ শহরে এনে বিক্রির চেষ্টা করছিলেন। উদ্ধার করা ১২ বোতল মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ