স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে শোডাউন করে লিফলেট বিতরণ শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে সেখানেই শেষ হয় কর্মসূচি। এর আগে বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড- মিছিল নিয়ে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে বর্ণিল সাজে নূরুল ইসলাম নূরুলের সমর্থনে ফেস্টুন হাতে জড়ো হন নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে শহরে বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় লোকে লোকারণ্যে হয়।
এসময় অ্যাড. নূরুল ইসলাম নূরুলকে সুনামগঞ্জে-৪ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নে দিতে দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান তৃণমূলের নেতাকর্মীরা।
রঙ্গারচর ইউনিয়ন থেকে আসা বিএনপি কর্মী দিলোয়ার হোসেন বলেন, নূরুল ভাই তৃণমূলের কর্মী। তিনি বিগত সময়ে আমাদের সাথে ছিলেন। মামলা হামলা ও জুলুম নির্যাতনের সময় আমাদের আগলে রেখেছেন। আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি আমাদের মানুষ। নূরুল ইসলাম নূরুল আমাদের আস্থার প্রতীক।
গৌরারং ইউনিয়নের তোফজ্জল হক সুমন বলেন, নূরুল ভাই হলেন জনগণের নেতা। তিনি আমাদের পরীক্ষিত মানুষ। এমন একজন নেতাকে বিএনপির মানোয়ন দিতে হবে। সদর-বিশ্বম্ভরপুরে নূরুল ইসলাম নূরুলের বিকল্প নেই।
এদিকে লিফলেট বিতরণ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলাম নূরুল। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীর প্রতি অনুরোধ জানান।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে গণসংযোগকালে অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল সাধারণ মানুষের হাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এসময় তাকে শুভেচ্ছা জানাতে সড়কের দুই পাশে নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ অসংখ্য উৎসুক জনতা ভিড় করে। নেতাকে কাছে পেয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি থেকে আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এডভোকেট নূরুল ইসলাম নূরুলকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানান তৃণমূলের নেতা-কর্মীরা। সুনামগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে আমরা মানুষের হাতে হাতে এই বার্তা পৌঁছে দিচ্ছি। তিনি বলেন, জনগণের দাবি ও সমর্থনের কারণে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে। বিগত সময়ে দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য কিংবা যেকোনো আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা কি ছিল তার সাক্ষী এই জেলার সকল মানুষ। তারা তা নিজ চোখেই দেখেছেন। তবে দলের সিদ্ধান্ত সবার আগে। ইনশাআল্লাহ দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে সুনামগঞ্জ-৪ আসেন বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে এবং দলকে এই আসনটি উপহার দিতে পারবো। এর আগে ওইদিন সকাল থেকেই সুনামগঞ্জ পৌরসভা, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের হাতে হাতে দেখা যায় বিভিন্ন স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নূরুল ইসলামের শোডাউন
- আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:৪৩:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:৪৬:৫১ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ