সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার বিআরটিএ’র মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন ওএসডি, আছে ঘুষ গ্রহণের অভিযোগও দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ প্রকাশিত হলেই বিকশিত নয় বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই : মাহবুবুর রহমান ৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ এনসিপির কেন শাপলাই চাই? সুনামগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব ৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি

সুনামগঞ্জে প্রবীণ নিবাস নির্মাণে উদ্যোগ নেওয়া হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৫:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৯:১৫:৪৭ অপরাহ্ন
সুনামগঞ্জে প্রবীণ নিবাস নির্মাণে উদ্যোগ নেওয়া হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, প্রবীণ জনগোষ্ঠীকে পরিবার ও সমাজে তাঁদের যথাযথ স্থান ও মর্যাদা দিতে হবে। তাঁদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাঁদের সেবা-যতœ করা শুধু নৈতিক দায়িত্বই নয়, এটি সমাজ ও পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি আরও বলেন, প্রবীণ যারা আছেন তাঁরা যেন বসে গল্প করতে পারেন সেই জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ‘প্রবীণ নিবাস’ করে দেওয়ার উদ্যোগ নিতে চাই। সেখানে বসে তাঁরা কথাবার্তা বলবেন, আড্ডা দিবেন, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। তাঁরা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করবেন। মূলত এই উদ্দেশ্যেই প্রবীণ নিবাস করার উদ্যোগ নিতে চাই। আমরা যতদ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করার চেষ্টা করবো। সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী। মঙ্গলবার সকালে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযতেœ তোমায় রাখবো আগলে’ - এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ওইদিন সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। আলোচনা সভায় প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ স¤পাদক মো. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডা. সৈয়দ মনোওয়ার আলী, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, আতাউর রহমান পীর, নুরুর রব চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, শাহাবুদ্দীন প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলওয়াত করেন আব্দুর রউফ তালুকদার। পবিত্র গীতা পাঠ করেন অনুকূল চন্দ্র। বক্তারা বলেন, প্রবীণেরা পরিবার ও সমাজে অবহেলিত, যা অত্যন্ত উদ্বেগজনক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো নানাভাবে অবহেলার শিকার হন। যা কোনোভাবেই কাম্য নয়। মা-বাবা যেমন শত প্রতিকূলতার মুখেও তাঁর সন্তানকে কখনো ভাগ করেন না, ঠিক তেমনি বৃদ্ধ বয়সে বাবা-মাকেও ভাগ করা যাবে না। প্রবীণদের প্রতি অবহেলা করা যাবে না। বক্তারা আরও বলেন, প্রবীণ জনগোষ্ঠী হলো অভিজ্ঞতার ভা-ার। তাঁদের জীবনে সঞ্চিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুচিন্তিত পরামর্শ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ। নবীনদের উচিত এই প্রবীণদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে জীবন ও সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার

নির্মাণের পর থেকেই বন্ধ খাবার পানি পরীক্ষাগার