দোয়ারাবাজারের চিলাই নদীর বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড
- আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩১:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০৮:৩১:১৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার চিলাই নদী থেকে অবৈধভাবে বালু লুট ঠেকাতে বাঁশের ব্যারিকেড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। সম্প্রতি নদীর শরীফপুর গ্রামসংলগ্ন এলাকায় এই ব্যারিকেড স্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে নদী থেকে বালু উত্তোলন চলছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া ছাড়াও কৃষিজমি ও বসতবাড়ি ধসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। স্থানীয়রা জানান, প্রশাসনের এ উদ্যোগের ফলে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশ ও কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। আইন অমান্যকারী কেউ ছাড় পাবে না। তিনি আরও বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। পরিবেশ ও কৃষি রক্ষায় মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা জানান, অবৈধভাবে নদী থেকে বালু তোলার কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা প্রশাসনের এই পদক্ষেপকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, চিলাই নদী দোয়ারাবাজার উপজেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি। এটি স্থানীয় কৃষি, মাছধরা ও নৌযান চলাচলের জন্য ভূমিকা রাখে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর গভীরতা ও প্রবাহ ব্যাহত হয়ে পড়ায় পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছিল।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ