চাল নিয়ে মিল মালিকদের সঙ্গে সভায় চার সিদ্ধান্ত
- আপলোড সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪১:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৪ ০৩:৪১:২১ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
চালের সরবরাহ স্বাভাবিক রাখতে ও বাজারমূল্য নিয়ন্ত্রণে এক মতবিনিময় সভা থেকে চারটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাদ্য সচিব মো. ইসমাইল হোসেনের সঙ্গে দেশের অটোরাইস মিল মালিক নেতাদের এই বৈঠক হয় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)। খাদ্য অধিদফতরের সভাকক্ষে মতবিনিময় সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হলো- ১. চালের মূল্য বৃদ্ধি রোধে বাজারে চালের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং কোনোভাবেই যাতে চালের কৃত্রিম সংকট তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ২. ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া অবৈধভাবে ধান, চাল ও গমের মজুত না করা এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ৩. আইন অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মিলগেট মূল্য লেখা নিশ্চিত করা হবে। ৪. খাদ্য বিভাগের সব কর্মকা-ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া করা হয়।
খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কোনও ধরনের অনৈতিক কর্মকা-ে না জড়াতে অটোরাইস মিল মালিকদের আহ্বান জানানো হয়।
সভায় মিল মালিকরা চালের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব উপায়ে খাদ্য ব্যবস্থাপনার কার্যক্রম সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ