সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেরার সময় চলে এসেছে : তারেক রহমান আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার আগামী নির্বাচনে ইসলামি সকল দলের বাক্স হবে একটা : চরমোনাই পীর ‎কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ ‎জামালগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার লিটনের মতবিনিময় শহরে ব্যাঙের ছাতার মতো সিএনজি স্ট্যান্ড,অনুমোদন নেই একটিরও তাহিরপুরে যাদুকাটা বালুমহাল ১ এর সীমানা নির্ধারণ জেলা আ.লীগের সহসভাপতি ব্যারিস্টার ইমন গ্রেপ্তার দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদন্ড ইজিবাইক সিএনজি যখন সড়কে যমদূত সেপ্টেম্বরে ৪৪৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭ প্রকাশিত হলেই বিকশিত নয় বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই : মাহবুবুর রহমান ৯ মাসে ছয়শ’র বেশি ধর্ষণ এনসিপির কেন শাপলাই চাই? সুনামগঞ্জে নির্বিঘ্নে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব ৪০০ ছাড়িয়েছে কাঁচা মরিচ, শতকের কাছাকাছি বেশিরভাগ সবজি ‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪৮:৪২ পূর্বাহ্ন
শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত রশীদ নোভার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম, ইসলামিক রিলিফের ম্যানেজার শামসুল আলম ও শিশু বক্তা নাবিল আহমেদ। বক্তারা শিশুর অধিকার সুরক্ষা, মেধা ও মননের বিকাশে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অধিকার নিশ্চিত করা, তাদের নিরাপদ শৈশব উপহার দেওয়া এবং শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জের শিশুরা সুস্থ ও সুন্দর জীবন পাবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা এই প্রত্যাশা করছি। তিনি আরও বলেন, বর্তমানে মোবাইল ফোন বিনোদনের অন্যতম প্রধান আকর্ষণ বা মাধ্যম হিসেবে রূপ নিয়েছে। আমাদের অনেকের সন্তানরা বেশিরভাগ সময় কাটায় ফোনের মাধ্যমে। শিশুরা মোবাইল ব্যবহারটা শিখছে কিন্তু পরিবারের সদস্যদের কাছ থেকে। এই কারণে আমাদেরকে আগে অতিরিক্ত মোবাইল চালানো বাদ দিতে হবে। আপনি যা করবেন তাই কিন্তু শিশুরা দেখে শিখবে, আপনি যদি ভালো ভালো বই পড়েন তাহলে আপনার সন্তানও কিন্তু বলবে যে আমাকে ভালো বই কিনে দেন। সেও ভালো বই পড়বে। সেজন্য আমাদেরকে মোবাইল ফোন অপ্রয়োজনে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিশু একাডেমি সুনামগঞ্জের শিশুরা দলীয় সংগীত, নৃত্য ও একক সংগীত পরিবেশন করে। এছাড়া গান পরিবেশন করেন অন্ধ শিল্পী গোলাপ মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী গ্রেফতার