স্টাফ রিপোর্টার::
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধ্যনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বলেন...
আমি আজ আপনাদের এখানে এসেছি জনগণের আকাঙ্ক্ষার কথা বলার জন্য, যেটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী আগামীর বাংলাদেশ বিনির্মানের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের কথা পৌঁছে দেওয়ার জন্য। আমাদের দলের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক ইশতেহার নয় — এটি জনগণের মুক্তির দলিল। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই আমরা গড়তে চাই এমন একটি বাংলাদেশ, যেখানে থাকবে না অন্যায়, থাকবে না দারিদ্র্য, থাকবে না বৈষম্য।
সোমবার বিকেলে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামে ও নোওয়াগাঁও, বড় ঘাগটিয়া, ছোট ঘাগটিয়া এবং লালবাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ কথা বলেন।
মাহবুবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালিক, মোঃ আজিজুর রহমান, সদস্য ফরিদ মিয়া তালুকদার, নূরে আলম ফরাজী, ভীমখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক রইছ আলী তালুকদার। সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন,ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক,সদস্য সেলিম উদ্দিন, দুলদুল, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক,সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ,শাহ মোঃ লিয়াকত, সাইদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান , কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কেন্দ্রীয় যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের গণসংযোগ
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৮:১৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১০:৪৯:৪৩ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ