তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালন
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:২৬:২৫ পূর্বাহ্ন

তাহিরপুর প্রতিনিধি::
শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ এই শ্লোগানকে সামনে রেখে তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সোলেমান মিয়ার সভাপতিত্বে ও বড়দল নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম মো. নুরুল হুদার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুকন উদ্দিন, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে,তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক লিপি ভৌমিক, জামালগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামীম রশীদ, বীর জয়লক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আলাল উদ্দিন আলাল, বালিজুরী সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. জহিরুল ইসলাম প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ