ধর্মপাশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:১০:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:৩৫:২৬ পূর্বাহ্ন

ধর্মপাশ প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার সকালে সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম নাজমুল হক, বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ সরকার প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ