বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৮:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকবৃন্দের ৫ দফা দাবি বাস্তবায়ন’ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রিপদ ৯ম গ্রেড বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন, নিখিল চন্দ্র দেব নাথ, আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিতি ছিলেন শিক্ষক অসীম চন্দ্র বর্মণ, অতেন্দ্র চন্দ্র সরকার, মো. ওবায়দুল কিবরিয়া, সত্যব্রত চক্রবর্তী, সুভাষ চন্দ্র দাস, আব্দুল মান্নান, দিবাকর মজুমদার, পংকজ কান্তি দাস, আহমেদ নূর আলবাব, ক্ষিতীশ চন্দ্র দাস, ফারুক আহমেদ, শওকত আলী আহমেদ, শিপন চন্দ্র পাল।
সভায় বক্তারা বলেন, আগামী ১০ কর্মদিবসের মধ্যে আমাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মহাসমাবেশ আয়োজনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ