স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদানকারী নয়াহালট গ্রামের কৃতিত্বশালী সন্তান মরহুম মোঃ রহমত উল্লাহ তালুকদারের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) নয়াহালট দারুল হুদা মাদ্রাসা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুম মোঃ রহমত উল্লাহ তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এর আগে রহমত তালুকদারের জীবনাদর্শ, শিক্ষা প্রচারে তাঁর অবদান এবং স্থানীয় উন্নয়নে অর্পিত ভূমিকার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি এই অঞ্চলে শিক্ষা প্রসারে এক অগ্রদূত ভূমিকা পালন করছেন।
তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় আজও এলাকার শিক্ষার্থীদের আলোকিত জীবনের পথ দেখাচ্ছে। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয়, আবুল কালাম, আবু আলা, আব্দুস সাত্তার, সেলিম মিয়া, ইকবাল হুসেন, মোক্তার আলি, আলমগীর, জামাল উদ্দীন, সুমন মিয়া এবং হাফেজ শরীফ আহমদসহ অন্যান্য।
উল্লেখ্য, মরহুম রহমত উল্লাহ তালুকদার ১৯৬৫ সালের ৪ অক্টোবর ইন্তেকাল করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
রহমত উল্লাহ তালুকদারের ৫৯তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
- আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০১:২০:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০১:২৩:৫৪ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ