ছাতক প্রতিনিধি ::
ছাতক-দোয়ারাবাজার আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম। সকালে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার, দোলারবাজার ইউনিয়নের দোলারবাজার, জাহিদপুর বাজার, মঈনপুর বাজার, পালপুর বাজার পয়েন্ট, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ পয়েন্ট, পীরপুর বাজার, জালাল পুর পয়েন্ট, জাউয়া বাজারসহ কয়েকটি বাজারের ভোটারদের সাথে গণসংযোগ করেন। বেকারত্ব দূরীকরণে দেশের আত্মা প্রত্যয়ী যুবক-যুবাদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করে এসব প্রতিষ্ঠানগুলোতে বেকারদের কাজের সুযোগ করে দিতে পারলে তবেই নিজেকে কিছুটা দায় মুক্ত করতে পারবো। আলহাজ্ব জাহাঙ্গীর আলম নতুন ভোটারদের কাছে গিয়ে গণসংযোগকালে এসব কথা বলেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বিভিন্ন ইউনিয়নে আলহাজ্ব জাহাঙ্গীর আলমের গণসংযোগ
- আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০৮:৫৭:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ