সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত : গোলাম পরওয়ার
- আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৯:০৯:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৯:০৯:২১ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদিও আমরা তিনশ’ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে সমঝোতা হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। নাহলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন- এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ’ আসনও আমাদের ছাড়তে হতে পারে। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে, কমপক্ষে দুইশ’ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।
জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এখন থেকেই নির্বাচনী এলাকায় পরিকল্পনা করতে হবে। বাড়ি গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তার দাবি, ওই দলটি মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। এজন্যই ডাকসু, জাকসু নির্বাচনে যে ফল পেয়েছে সেটিকে ভিত্তি করছে। তিনি আরও জানান, জামায়াত সমানতালে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ