নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে সভা
- আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৪০:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৪০:৫০ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জয়কলস হাইওয়ে থানার উদ্যোগে পাগলা বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিদিন মহাসড়কে প্রাণহানি ঘটছে অসচেতনতা, বেপরোয়া গতি, লাইসেন্সবিহীন চালনা ও সড়ক শৃঙ্খলার অভাবের কারণে। দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বাড়াতে হবে। যানবাহন চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই সঙ্গে সড়কে থ্রি-হুইলার ও ভারী যানবাহনের চলাচলে সঠিক নিয়ন্ত্রণ, হাইওয়ে পুলিশের তদারকি জোরদার এবং সিএনজি-অটোরিকশাসহ সব যানবাহনের নিবন্ধন ও ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফাতে নূর।
প্রধান অতিথির বক্তব্য দেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি বুরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল হক। আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাঞ্জব আলী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সাংবাদিক জামিউল ইসলাম তুরান ও কুহিনূর রহমান নাহিদ। এসময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ছাড়াও সিএনজি অটোরিকশা শ্রমিকরা উপস্থিত ছিলেন
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ