শান্তিগঞ্জে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোরচক্রের ২ সদস্য গ্রেফতার
- আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৬:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৩৬:০২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে চোরাই সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজির মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রাম থেকে চালক আসাদ আলীর সিএনজি অটোরিকশাটি চুরি হয়। ওইদিন সকালে তিনি দেখতে পান সিএনজি অটোরিকশা বাঁধা লোহার শিকল ও তালা ভাঙা এবং গাড়িটি উধাও। অনেক খোঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
চুরির তিন দিন পর সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল ও নেত্রকোণা জেলার বাহাট্টা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় শান্তিগঞ্জের জীবদারা গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে খালেদ মিয়া (২৮) কে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে নেত্রকোণার বাইশদার ছালিপুরা গ্রামে অভিযান চালিয়ে চুরি যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ওই সময় চোরচক্রের অপর সদস্য ইসলাম উদ্দিনকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে।
সিএনজির মালিক আসাদ আলী জানান, আটক ব্যক্তিরা আন্তঃজেলা চোরচক্রের সদস্য। তারা সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে সিএনজি চুরি করে নেত্রকোণা, মোহনগঞ্জ ও সিলেট অঞ্চলে নিয়ে গিয়ে বিক্রি করে থাকে। চোরচক্রটি গাড়ির হুট ও বডির লেখা মুছে ফেলে চেনার অসুবিধা তৈরি করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ইসমাইল মিয়া বলেন, ওসি আব্দুল আহাদের নেতৃত্বে যৌথ অভিযানে চুরি যাওয়া সিএনজি উদ্ধার এবং দুই চোরকে গ্রেফতার করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ