চোরাকারবারিদের গুলিতে বিজিবি সদস্য আহত, ৩৩ গরু জব্দ, মামলা দায়ের
- আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ১১:৩০:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের বাংগালবিটা সীমান্তে চোরাকারবারিদের গুলিতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ ঘটনায় মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার রাতে মধ্যনগর উপজেলার বাংগালভিটা বিওপির রূপনগর এলাকায় বের হয় সুবেদার মো. ইসরাইল খানের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি টহল দল। টহল চলাকালে সংঘবদ্ধ চোরাকারবারি দল ট্রলার ভর্তি ভারতীয় গরু নিয়ে পালানোর সময় বিজিবির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ করে গুলি ছুঁড়ে। এ সময় চোরাকারবারির গুলিতে বিজিবি সদস্য নায়েক মো. আখিরুজ্জামান গুরুতর আহত হন। গুলিবিদ্ধ বিজিবি সদস্য সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এক পর্যায়ে বিজিবি টহল দলের সাথে পরাস্ত হয়ে ট্রলার ভর্তি গরু ও অস্ত্র ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ৩৩টি গরু, গরুবাহী একটি ট্রলার ও চোরাকারবারিদের ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করে বিজিবি। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবি বাদী হয়ে মধ্যনগর থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করা হয়েছে। জব্দকৃত গরু ও একটি ট্রলার থানা হেফাজতে আছে। গরুর আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ