সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ
মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘মাতৃপূজা’
- আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২০:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৯:২০:০২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে অনন্য উদ্যোগ গ্রহণ করে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা টিম। রবিবার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন স্কুলের মাঠ সংলগ্ন পূজামন্ডপে অনুষ্ঠিত হয় ‘মাতৃপূজা’ ও শারদ উপহার বিতরণ অনুষ্ঠান।
ফাউন্ডেশনের এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কাঞ্চন গুন। সভাপতিত্ব করেন জেলা টিম লিডার দুর্জয় দত্ত পুরকায়স্থ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য সৌরভ ঘোষ সাগর।
অনুষ্ঠানে মন্ডপে উপস্থিত মায়েদের চরণ ধৌত করে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে শারদ উপহার হিসেবে নতুন বস্ত্র (শাড়ি) ও পূজার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত মায়েরা আবেগাপ্লুত হয়ে ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের আশীর্বাদ করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা টিমের প্রধান দুর্জয় দত্ত পুরকায়স্থ বলেন, সনাতন ধর্ম অনুসারে মা শক্তি রূপিনী। আমরা সমাজের সর্বস্তরের মায়েদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছি। শারদ উৎসবের এই আনন্দ যেনো সকলের মধ্যে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখব।
এই আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুরোহিত জয় চক্রবর্তী, সনাতনী সংঘের সিনিয়র সদস্য শোভন দেব, কাঞ্চন পাল, জেলা টিমের সহকারী টিম লিডার লাকি রানী চন্দ, সদস্য সেবক দাস, মৌসুমী বিশ্বাস, স্বপ্নীল চৌধুরী, ইমন চন্দ, শান্তিগঞ্জ উপজেলা টিমের সদস্য রঞ্জন সূত্রধর, প্রিতম সূত্রধর, সুব্রত সূত্রধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্তবৃন্দ এবং ফাউন্ডেশনের সদস্যরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ