দুই দোকানকে ৬ হাজার টাকা জরিমানা
পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে অভিযান
- আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৮:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন-এর যৌথ উদ্যোগে সদর উপজেলার কিচেন মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে দুটি দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা অনুযায়ী তাদের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে প্রায় ৩০ (ত্রিশ) কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন। সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মোহাইমিনুল হকসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানকালে বাজারের অন্যান্য দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী লিফলেট বিতরণ করা হয়। একইসাথে ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার ও বিক্রয় না করার জন্য সতর্ক করা হয়।
সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মোহাইমিনুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক ব্যবহার এবং বিক্রি বন্ধ করতে একই সাথে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ