সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৮:৫৩:৪৮ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে পরিষদের সভাপতি প্রভাষক দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় মুখ্য আলোচক ছিলেন সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।
কবিতা ও তার বিভিন্ন অনুষঙ্গ নিয়ে অন্যান্যের মধ্যে আলোচনা করেন- প্রভাষক দুলাল মিয়া, প্রভাষক মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, আহমেদ নূর আলবাব, কবি ও শিক্ষক মোছায়েল আহমদ, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, শাহ মো. কামরুজ্জামান ও জয়ন্ত পাল।
সাহিত্য আড্ডার শুরুতে গত ২৬ সেপ্টেম্বর, শুক্রবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী প্রথমা চৌধুরী, তাঁর মা আবেদিতা চৌধুরী ও গাড়ি চালক সজল ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন আহমেদ নূর আলবাব, মোহাম্মদ হাবীবুল্লাহ আছকির তালুকদার, শাহ মো. কামরুজ্জামান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, হেলাল আহমেদ, বিকাশ চন্দ, মিঠন কান্তি দাশ, আদিল আরমান প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ