স্টাফ রিপোর্টার::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি।
আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা আশীর্বাদ করবেন। তারেক রহমানের নির্দেশে আমরা সকল পূজামণ্ডপের খোঁজ খবর রাখছি।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে রবিবার সন্ধ্যায় জামালগঞ্জের সাচনা বাজারে জগন্নাথ জিউর আখড়ায় পূজামণ্ডপ পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনাকে ধারণ করে আমরা সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করি। পূজা মণ্ডপে এসে আমি সত্যিই আনন্দিত। এখানে আপনাদের হাসিমুখ, আপনাদের উৎসবের প্রস্তুতি দেখে আমি গর্বিত যে আমরা একে অপরের পাশে আছি। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে শান্তি, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলব। শারদীয় দুর্গাপূজা আপনাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রার্থনা করছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হানিফ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক শাহ মোঃ লিয়াকত, এমদাদুর রহমান হিরন, সাইদুর রহমান, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব
- আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০০:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:০২:২৯ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ