সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০১:৫৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০১:৫৮:১৯ অপরাহ্ন
সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: পূজা মন্ডপে নিরাপত্তা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী।
শহীদনূর আহমেদ::
দুর্গাপূজাকে ঘিরে সুনামগঞ্জের ১২০ কিলোমিটার সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ৩৫টি পূজামন্ডপ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে মন্ডপে মন্ডপে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সার্বক্ষণিক টহল জোরদারসহ বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্ত এলাকায় বিজিবি’র তৎপরতার কারণে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছেন বলে জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন।
সুনামগঞ্জের ১২ উপজেলায় এবার ৪২৪টি পূজামন্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। গত বছরের চেয়ে ২৪টি পূজামন্ডপ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জেলা পূজা উদযাপন পরিষদ। সীমান্তবর্তী এ জেলায় ভারত বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ১২০ কিলোমিটার। সীমান্তবর্তী অঞ্চলের বাংলাদেশের অভ্যন্তরে ৮ কিলোমিটারের মধ্যে ৩৫টি পূজামন্ডপের অবস্থান হওয়ায় নিরাপত্তা নিয়ে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই সনাতনী সম্প্রদায়ের লোকজন যাতে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারেন সেই লক্ষ্যে পুলিশ, আনসারের পাশাপাশি নিরাপত্তা বিধানে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
দুর্গাপূজাকে ঘিরে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও সকল ধরনের নাশকতা ঠেকাতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে পাহারার পাশাপাশি পূজামন্ডপ এলাকায় নিরাপত্তা বিধানে সুনামগঞ্জ জেলায় ৮ প্লাটুন সৈনিক মোতায়েন করা হয়েছে।
তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া গোপিকা বাড়ি পূজামন্ডপের সভাপতি রণজিত পাল বলেন, দুর্গাপূজা আমাদের সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে ঘিরে আমাদের উচ্ছ্বাসের শেষ নেই। এবার পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। বিজিবি, পুলিশ, আনসার খুবই আন্তরিক। বিজিবি কিছু সময় পর পর খোঁজখবর নিচ্ছে। আমরা আশা করছি নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালন করতে পারবো। এদিকে, দুর্গাপূজাকে ঘিরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। খোলা হয়েছে মনিটরিং সেল।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকার ৮ কিলোমিটার অভ্যন্তরে যতগুলো পূজামন্ডপ রয়েছে বিজিবি এই মন্ডপগুলোকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিজিবি বদ্ধপরিকর।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স