অভিনব কৌশলে চলছে মাদকের রমরমা কারবার
- আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৯:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আইন-শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনব কৌশছে চলছে মাদকের রমরমা কারবার। স্কুল ব্যাগে মাদক বহন করে কারবারিরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুনামগঞ্জ শহর ও শহরতলি এলাকায় এমন অভিনব কৌশলে মাদক ব্যবসা চালানো হচ্ছে - এমন অভিযোগ তুলেছেন স্থানীয় সচেতনমহল।
অনুসন্ধানে জানাযায়, মাদক সুনামগঞ্জ শহরে আসে শহরতলির সুরমা ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম হয়ে শহরের ধোপাখালী (শশ্মানঘাট) খেয়া নৌকা হয়ে, হালুয়ারঘাট ধারারগাঁও খেয়া নৌকা দিয়ে, ইব্রাহীমপুর আনন্দবাজার-চাঁদনীঘাট খেয়া নৌকা দিয়ে, ইব্রাহিমপুর জেলরোড খেয়া নৌকা দিয়ে, পূর্ব ইব্রাহীমপুর-লঞ্চঘাট খেয়া নৌকা দিয়ে, মইনপুর-নবীনগর খেয়া নৌকা দিয়ে, শহরের ষোলঘরের নবাব মিয়ার ঘাট, উকিলপাড়া নদীঘাট দিয়ে, সুরমা মার্কেট স্টীমারঘাট দিয়ে, জগন্নাথবাড়ি গাজীরঘাটসহ প্রভৃতি নৌকা দিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় মাদক বেচাকেনা হচ্ছে।
এছাড়াও শহরের মধ্যবাজার, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের রাবার বাড়ি মুচিপাড়া, নীলপুর বাজার, দিরাই রাস্তার মোড়, কলাইয়া মুচিপাড়া, সাদকপুর মুচিপাড়া, বেতগঞ্জ মুচিপাড়া, ওয়েজখালিপিরিজপুর মুচিপাড়া, কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও মুচিপাড়াসহ বিভিন্ন স্থানে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাদক।
সরেজমিনে দেখা যায়, শহরতলির জগন্নাথপুর গ্রাম হয়ে শহরের ধোপাখালী খেয়া নৌকা, মধ্যবাজারস্থ চাঁদনীঘাট খেয়া নৌকা দিয়ে মাদক ব্যবসায়ীরা স্কুল ব্যাগে মাদক নিয়ে প্রবেশ করে শহরের বিভিন্ন স্থানে।
শহরতলির মইনপুর গ্রামের বালু-পাথর ব্যবসায়ী সুজন মিয়া বলেন, দীর্ঘদিন যাবত মঈনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কবির মিয়া, মুজিবুর রহমান, জালাল মিয়া, রাসেল মিয়া, সেজলু মিয়া এবং বেতগঞ্জ এলাকায় রামপুর গ্রামের মশিউর রহমান, হেলাল মিয়া, নুর উদ্দিন, কামরুল মিয়া, আজমল গং মরণ নেশা ইয়াবা, ভারতীয় অফিসার চয়েস, এসি ব্ল্যাক ও চামারি মদের ব্যবসা চালিয়ে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক নবীনগর এলাকার এক বাসিন্দা বলেন, সদর মডেল থানার মাদকবিরোধী অভিযানে উকিলপাড়া আবাসিক এলাকা থেকে গ্রেফতার হন মাদক ব্যবসায়ী রিংকু মিয়া, আরপিননগর আবাসিক এলাকার বাসিন্দা পংকজ মিয়া। তারা জেল হাজতে থাকার পরও তাদের লোকজন প্রকাশ্যে জড়িত আছেন মাদকের ব্যবসায়। শহরে শিলং তীরের এজেন্ট হলেন সোহাগ মিয়া।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদকমুক্ত সমাজ গঠনে আমরা প্রতি সপ্তাহেই অভিযান পরিচালনা করে থাকি। গত কয়েকদিন আগেও সহকারী কমিশনারের তত্ত্বাবধানে শহরের ইকবালনগর এলাকা থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ