সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

দুর্গোৎসবে সকলকে পৌর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি প্রদীপ কুমার চৌধুরী’র শুভেচ্ছা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৮:৩৫:১০ পূর্বাহ্ন
দুর্গোৎসবে সকলকে পৌর পূজা উদ্যাপন পরিষদ সভাপতি প্রদীপ কুমার চৌধুরী’র শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল ও সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দাস। এক বিবৃতিতে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল জানান, ২০১৭ খ্রিস্টাব্দ হতে ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। এর আগে ১৯৮০ খ্রিস্টাব্দ হতে ২০২০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪০ বছর যাবৎ শ্রীশ্রী সরস্বতী প্রতিমা শোভাযাত্রা সহকারে শহর প্রদক্ষিণ কার্যক্রমে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। তিনি বলেন, সুনামগঞ্জ শান্তি এবং সম্প্রীতির শহর। অতীতেও পূজা উদযাপনে পৌর এলাকার কোথাও কোনো অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। সব সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। আমি মনে করি প্রতিবারের মতো এবারও আমাদের শান্তি-সম্প্রীতি বজায় থাকবে। শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে স¤পন্ন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, এ বছর পৌর এলাকায় মোট ২৬টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে- সর্বজনীন দুর্গাবাড়ি পূজা কমিটি হাছননগর, শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম ষোলঘর, জয়দুর্গা পূজা কমিটি জগন্নাথবাড়ি, ভ্রাতৃসংঘ পূজা কমিটি কালীবাড়ী, পূর্ব নতুনপাড়া, পশ্চিম নতুনপাড়া, উত্তর নতুনপাড়া, সেবক সংঘ দক্ষিণ নতুনপাড়া, বাঁধনপাড়া, শান্তিবাগ, মুক্তারপাড়া, ফ্রেন্ডস ক্লাব মধ্যবাজার, সন্ধানী ক্লাব মধ্যবাজার, রায়পাড়া, সোমপাড়া, নবীনগর, উত্তর নবীনগর, ধোপাখালী যুব সংঘ, নবারুণ সংঘ ষোলঘর, উৎস সংঘ ষোলঘর, উকিলপাড়া, মল্লিকপুর কালী মন্দির, ওয়েজখালি, ওয়েজখালি পূর্বপাড়া, পিরোজপুর-জলিলপুর, কেজাউড়া এবং ডা. অতুন ভট্টাচার্যের পারিবারিক পূজা, পূর্ব নতুনপাড়া। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি প্রদীপ কুমার চৌধুরী আচল বলেন, মা দুর্গার আগমন অশুভ শক্তি দমন ও সত্য-সুন্দরের জয়গানের জন্য। আমাদের প্রিয় সুনামগঞ্জে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মসহ নানা আচার-অনুষ্ঠান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যুগ যুগ ধরে পালন করে আসছেন। এমন শান্তিপূর্ণ সহাবস্থানের নজির বিরল। আমরা প্রজন্ম থেকে প্রজন্মে এই সম্প্রীতি ধরে রেখেছি। উল্লেখ্য, বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর জমিদার বাড়ির উত্তরপুরুষ প্রদীপ কুমার চৌধুরী আচল পৌরসভার বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের শারদীয় দুর্গা পূজায় যেন শৃঙ্খলা বজায় থাকে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স