মন্ডপে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:৫১:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৯:৫১:১৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আর মাত্র একদিন পরই বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব উপলক্ষে সুনামগঞ্জে প্রতিমা তৈরি শেষ করে এখন চলছে রঙতুলির আঁচড়ে সাজিয়ে নেওয়ার কাজ। পাশাপাশি চলছে সাজসজ্জা। সেইসঙ্গে সাজানো হচ্ছে পূজামন্ডপগুলো
পুরোহিতরা বলছেন, ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে দুর্গোৎসবের ক্ষণগণনা শুরু হয়েছে। মহালয়ায় দেবী দুর্গার ঘট বসানো হয়। ঘট বসানোর মাধ্যমে দেবী দুর্গা বেলতলায় অবস্থান নেন। অর্থাৎ কৈলাস (স্বর্গলোক) থেকে মর্ত্যে (বেলতলায়) আসবেন দেবী দুর্গা। এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি), যা শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। আর বিদায় হবে দোলায় (পালকি), যা অশুভ লক্ষণ হিসেবে পরিচিত।
জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, এবার সুনামগঞ্জের ১২ উপজেলার ৪২৪টি পূজাম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের চেয়ে ২৪টি পূজামন্ডপ বেশি। যার মধ্যে সুনামগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা মিলে ৪৯টি মন্ডপ, ছাতক পৌরসভা ও উপজেলা মিলে ৩১টি মন্ডপ, জগন্নাথপুর পৌরসভা ও উপজেলা মিলে ৪১টি মন্ডপ, দিরাই পৌরসভা ও উপজেলা মিলে ৬৩ টি মন্ডপ, শান্তিঞ্জ উপজেলায় ২১টি মন্ডপ, জামালগঞ্জ উপজেলায় ৪৭টি মন্ডপ, বিশ্বম্ভরপুরে ২৭টি মন্ডপ, শাল্লায় ২৬টি মন্ডপ, তাহিরপুরে ২৭টি মন্ডপ, দোয়ারাবাজারে ২০টি মন্ডপ, ধর্মপাশা ২০ টি মন্ডপ এবং মধ্যনগর উপজেলায় ৩২টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এদিকে, দুর্গাপূজা ঘিরে মন্ডপে চলছে প্রতিমা সাজিয়ে তোলার কাজ। পাশাপাশি চলছে আলোকসজ্জার কাজও।
মৃৎশিল্পীরা জানিয়েছেন, মন্ডপে দুর্গাদেবীর প্রতিমার সঙ্গে শোভা পাচ্ছে গণেশ, সরস্বতী, লক্ষ্মী, অসুর, সিংহ, মহিষ, মহাদেব ও কার্তিকের প্রতিমা। বিভিন্ন মন্দিরে প্রতিমায় রংসহ অন্যান্য কাজ করছেন মৃৎশিল্পীরা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় বলেন, গত জুলাই মাস থেকে প্রতিমা তৈরির কাজ চলছে। এখন নকশা ও রং লাগিয়ে সুসজ্জিত করা হচ্ছে প্রতিমাগুলো। পাশাপাশি মন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শ্রীশ্রী দুর্গাষষ্ঠী অনুষ্ঠিত হবে। এর মাধ্যমেই মূলত আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে। সেদিন দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পনারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সেইসঙ্গে হবে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। দুর্গোৎসবে ২৯ সেপ্টেম্বর হবে মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে পূজা শেষ হবে।
এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্গোৎসব উদযাপনে মন্ডপের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যলায় থেকে থানাপর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন জানান, দুর্গাপূজাকে সামনে রেখে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে মন্ডপ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছি। তাদের আশ্বস্ত করা হয়েছে। দুর্গোৎসবকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ মোতায়েন, স্ট্রাইকিং ফোর্সসহ সাদাপোশাকে মন্ডপ এলাকায় থাকছে বাড়তি নজরদারি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ