৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৯:১০:৫৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে সারাদেশের ন্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। পরে আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা জামায়াতের নায়েবে আমির মমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও আজিজুল হক মাসুকের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সুনামগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান তুহিন, সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর শাখার আমির আব্দুস ছাত্তার মোহাম্মদ মামুন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সুলেমান হক চৌধুরী ও জামায়াত নেতা মোহাম্মদ আব্দুস শহীদ গাজী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ