গাজীনগরে সড়ক দুর্ঘটনায় আহত ২
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫৫:৫১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫৫:৫১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরে সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী শফিউল আলমসহ দু’জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি নিহত মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর পরিবারের খোঁজখবর নিতে ও কবর জিয়ারত করতে আসেন। এ সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাচ্ছিলেন শফিউল আলম।
গাজীনগর গ্রামের সড়কে পৌঁছার আগেই দিরাই দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি চালকসহ ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহত শফিউল আলম বলেন, বর্তমানে চিকিৎসা নিচ্ছি। ডাক্তার আমাকে দুটি এক্স-রে করার পরামর্শ দিয়েছেন। আল্লাহর অশেষ কৃপায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ