দোয়ারাবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫২:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫২:৫২ পূর্বাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি ::
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাস্তবায়নসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে দোয়ারাবাজার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে উপজেলা পরিষদের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিল উপজেলা মডেল মসজিদ, সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, থানা এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ ও সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন। বক্তারা বলেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না। দেশে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না। পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার পাঁয়তারা, যা দেশের মানুষ আর মেনে নেবে না।
নেতাকর্মীরা পাঁচ দফা দাবির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইযোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন। তারা এসব দাবি বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব খলিলুর রহমান, নায়েবে আমীর ডা. হারুন অর রশীদ, সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, ডা. হারিস উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ