ধর্মপাশায় শিশুর লাশ উদ্ধার
- আপলোড সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫১:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-০৯-২০২৫ ০৮:৫১:৪২ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের সামনে থাকা ডোবা থেকে শুক্রবার সকালে সাইদুল ইসলাম নাঈম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। ওই শিশুটির বাড়ি পাশের নেত্রকোণার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামে। সে ওই গ্রামের সামছু মিয়ার ছেলে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুটি গত মঙ্গলবার দুপুরে তার মায়ের সঙ্গে তার বাবার মামার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে বেড়াতে আসে। বৃহ¯পতিবার বিকেল চারটার দিকে খেলাধুলা করতে গিয়ে বের হলে সে নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার মাইজবাড়ী গ্রামের সামনে থাকা ডোবার পানি থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ