শহরে মাদকবিরোধী অভিযান ৬ জনকে কারাদন্ড
- আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৯:৫৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
গতকাল বৃহস্পতিবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের সমন্বয়ে সদর থানাধীন নতুনপাড়া ও ইকবাল নগর পয়েন্ট এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদক বহন ও সেবনের অপরাধে ছয়জনকে সাত দিনের বিনাশ্রম কারাদ- এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদ- দেওয়া হয়। পরবর্তীতে দ-প্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ