জামালগঞ্জে শান্তি দিবস পালিত
- আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৩:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:১৩:২৯ পূর্বাহ্ন

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার জামালগঞ্জ পিএফজি ও ওয়াইপিএজির উদ্যোগে মানববন্ধন, শান্তি পদযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।
পিএফজি’র পিস এম্বাসেডর নুরুল হক আফিন্দী’র সভাপতিত্বে ও এম্বাসেডর আলেয়া বেগমের সঞ্চালনায় উপজেলা পরিষদ গেইট প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমন্বয়কারী আব্দুল মালেক, পিএফজি সদস্য নাজিম উদ্দীন, আল-আমিন, তানিয়া আখি, ইয়ুথের শরীফ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, আজকের মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়, পেশাজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণ প্রমাণ করে জামালগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। তারা সংঘাত নয়, শান্তির জামালগঞ্জ গড়তে চায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ