স্টাফ রিপোর্টার ::
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে। জানাগেছে, সমমনা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আসন সমন্বয় শেষ হওয়ার পর শীঘ্রই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে দলটি। হাওর জেলা সুনামগঞ্জও এর ব্যতিক্রম নয়। জেলার ৫টি সংসদীয় আসনে ইতোমধ্যে প্রচার-প্রচারণা এবং গণসংযোগে ব্যস্ত রয়েছেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। তার প্রত্যেকেই কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন।
জানা গেছে, বিএনপির হাই কমান্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনকে দলের একটি বড় পরীক্ষা হিসেবে দেখছে। তাই মাঠ জরিপের ফলাফল, তৃণমূলের মতামত ও নীতিনির্ধারক পর্যায়ের আলোচনার ভিত্তিতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করা হচ্ছে। এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নিয়মিত মনোনয়ন প্রত্যাশীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন। তিনি সবাইকে ঐক্য ধরে রাখার পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি দলীয় নির্দেশনা অমান্য করে বিভাজন সৃষ্টি করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করছেন।
এদিকে সুনামগঞ্জ জেলার ৫টি আসনেই বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী প্রচার-প্রচারণা এবং গণসংযোগ অব্যাহত রেখেছেন। কার হাতে দেয়া হবে ধানের শীষের টিকিট - এ নিয়ে চলছে নানা আলোচনা। দলীয় নেতাকর্মীরাও বিচার-বিশ্লেষণ এবং নানা সমীকরণ কষছেন।
এদিকে, সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) ‘ধানের শীষ’ প্রতীক পেতে মাঠে রয়েছেন ছয়জনেরও বেশি মনোনয়নপ্রত্যাশী। তাদের মধ্যে আলোচনায় রয়েছেন প্রয়াত সাবেক এমপি নজির হোসেনের স্ত্রী সালমা নজির, সাবেক ছাত্রনেতা ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) বিএনপির মনোনয়ন পেতে মাঠে কাজ করে যাচ্ছেন চারজন নেতা। তারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সাবেক বিচারপতি এবং জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ।
সুনামগঞ্জ-৩ আসনে (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৪ আসনে (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলার পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নূরুল ইসলাম নূরুল, জেলা বিএনপি’র স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হক, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত এবং সুনামগঞ্জ-৪ আসনের সাবেক এমপি প্রয়াত ফজলুল হক আছপিয়ার পুত্র ও জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদ। সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপি’র আহ্বায়ক কলিম উদ্দিন আহমদকে (মিলন) ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা হলে তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে বিএনপি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে দলে নতুন মুখের দেখা মিলবে এতে কোনো সন্দেহ নেই। তবে কোন আসনে কাকে রাখা হবে সেটি কেন্দ্রীয় নেতারাই ভালো বলতে পারেন। কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে আমাদের। দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার জন্যই কাজ করবো। সুনামগঞ্জের ৫টি আসনেই ধানের শীষের জয় হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় সংসদ নির্বাচন
কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা
- আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৮:৩৫:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৯:৩২:৫৬ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ