দিরাইয়ে টেকনিক্যাল স্কুলের স্থান পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন
- আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫৩:৪৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
দিরাইয়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পূর্বনির্ধারিত স্থান দিরাই মৌজা থেকে পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে থানা পয়েন্টে ‘দিরাই সর্বস্তরের সচেতন নাগরিক’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিস দিরাই উপজেলা শাখার যুগ্ম স¤পাদক মো. রাজু আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ৮নং তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহমদ, ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুমন মিয়া, দিরাই বাজার মহাজন সমিতির সাধারণ স¤পাদক আল মাসুদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা মিনহাজ, পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদল সভাপতি জাহিদুর রহমান, মো. হাবিব আহমেদ, যুবদল নেতা আলেক উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিরাই উপজেলা আহ্বায়ক অনিক প্রমুখ। মানববন্ধন শেষে উপস্থিত নেতৃবৃন্দ দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ