তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভা
- আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫১:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫১:৫৩ পূর্বাহ্ন

স্টাফরিপোটার ::
মাদক কারবারীদের সকল ধরনের তথ্য দিন, ভয় পেলে অজ্ঞাত নামে আমাদের কাছে অভিযোগ লিখে পাঠানোর আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে গতকাল বুধবার তাহিরপুরে মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, নিজেদেরকে আগে সঠিকভাবে পরিচালিত করতে হবে, একই সাথে সন্তানরা কি করছে, কোথায় যায় নজরদারি বাড়াতে হবে। হাউজবোডে মাদক কারবারীরা বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তা সঠিক কিন্তু সব পর্যটকবাহী হাউজবোডে অভিযান পরিচালনা করা ঠিক হবে না। কারণ অনেকেই পরিবার পরিজন নিয়ে আসেন। তাই সঠিক তথ্য দিলে আমাদের অভিযান করতে সহজ হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বলেন, নিজ নিজ অবস্থান থেকে মাদক কারবারী, সেবনকারী১দের কঠোরভাবে দমন করতে হবে। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন। কোনো ছাড় দেয়া হবে না। পুলিশ মাদক বিষয়ে জিরটলারেন্স নীতিতে কাজ করছে।
বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের জনতা ও সচেতন যুব সমাজের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, জেলা জামায়েত ইসলামী আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, বাদাঘাট জামে মসজিদ কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রাখার উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ