‘দুর্গাপূজায় নিরাপত্তার কোন ঘাটতি নেই’
- আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫০:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৫০:২৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের বক পয়েন্টস্থ দুর্গাবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব-৯, সিলেটের অধিনায়ক (সিও) উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি(পি)। গতকাল বুধবার দুপুরে তিনি সরেজমিন পরিদর্শন শেষে পূজা কমিটির সদস্যদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় তিনি পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব সর্বদা সতর্ক থাকবে বলে আশ্বস্ত করেন।
র্যাব-৯ সিলেটের অধিনায়ক (সিও) উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি(পি) বলেন, দুর্গাপূজায় নিরাপত্তার কোন ঘাটতি নেই। পূজা মন্ডপে র্যাবের পাশাপাশি পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ন থাকবে। আমরা আশাবাদী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা শেষ হবে। পরিদর্শনকালে তার সাথে ছিলেন র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের কো¤পানি কমান্ডার কপিল দেব গাইন। এসময় প্রাক্তন অধ্যক্ষ পরিমল কান্তি দেসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ