ছাতকে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৭:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৭:৪০ পূর্বাহ্ন

ছাতক প্রতিনিধি ::
ছাতকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি উন্নয়ন অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষকরা যাতে দ্রুত কৃষি কাজ করে উপকৃত হয় এ বিষয়টি খেয়াল রেখে সরকার কৃষকদের আরো স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়। সঠিক বীজ বাছাই করে প্রযুক্তির মাধ্যমে তার খামারের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারে তাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলা হচ্ছে। আগামীতে কৃষকরা আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষ করে গড়ে তুলবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ