সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

বৈষম্যবিরোধী মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে: সারজিস আলম

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪০:০৯ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে হবে: সারজিস আলম
স্টাফ রিপোর্টার :: এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠনক সারজিস আলম বলেন, এনসিপির প্রতিনিধি দল সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে দেখা করেছে। আমরা সুস্পষ্ট করে বলেছি, জুলাই আন্দোলন ও এর আগে-পরে যাঁরা অন্যায় অনিয়ম করেছে এবং যারা বৈষম্যবিরোধী মামলার আসামি তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। কোনো দলের নেতার সুপাপরিশে যেনো কাউকে হয়রানি না করা হয় এবং কোনো অপরাধী যেনো পার না পায়। মামলা নিয়ে যেনো বাণিজ্য না হয় সে বিষয়টিতে সচেতন থাকতে হবে। মামলা আসামি যারা দেশে অবস্থান করছে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। যারা পালিয়ে গিয়েছে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে কুটনেতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। বুধবার দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোন নির্বাচন হবে না, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের অধিনে আর কোন নির্বাচন হবে না। ভারতের আর্শীবাদপুষ্ট হয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো খুন করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশের কোন নির্বাচনেই আর অংশ নিতে পারবে না। তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারে না, হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। ৫ অগাস্টেই বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তিনি আরো বলেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অনন্তর্বতী সরকারেরই দুর্বলতা, যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে। কিছু কিছু কর্মকর্তা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগে কিছু কালপিট কর্মী বিদেশে রাজনৈতিক নেতাদের বিব্রত করছে। এটি আমার আর হতে দিতে পারি না। সারজিস আলম বলেন, অভ্যুত্থানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দুটি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে। শীঘ্রই এই আলোচনার সুন্দর সমাধান হবে। এনসিপির দলীয় প্রতিকের বিষয়ে সারজিস আলম বলেন, শাপলা প্রতীক পেতে প্রয়োজনে আবারো রাজপথে নামা হবে। আগামী জাতীয় নির্বাচন এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে। নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন সমস্যা নেই, তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়িত হবে। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স