সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ , ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা দেখার হাওর ঢেকে যাবে বিশ্ববিদ্যালয়ে উকিলপাড়ায় পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস নির্গমন : দুর্ঘটনার আশঙ্কা দুর্গাপূজা : মাহাত্ম্য ও তাৎপর্য পূজামন্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ৩ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জ পৌর শহরে স্পিডব্রেকারগুলো যেন মরণফাঁদ! ‎জামালগঞ্জে 'উন্নতি সঞ্চয় ঋণদান সমবায় সমিতির' শিক্ষা উপকরণ ও  বস্ত্র বিতরণ সুনামগঞ্জে 'ধর্ষণ মামলায়' আসামিদের শাস্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন নির্বাচনের প্রস্তুতি অনেক এগিয়ে নিয়েছি : সিইসি আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদন্ড আজীবন জনগণের সেবা করতে চাই : পাবেল চৌধুরী ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে ‘ফিজিশিয়ান স্যাম্পল’ সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জামালগঞ্জে জগন্নাথ জিউর মন্দির পরিদর্শনে এমপি প্রার্থী মাহবুব সীমান্তের ৩৫ পূজামন্ডপে বিজিবি’র বাড়তি সতর্কতা, ৮ প্লাটুন বিজিবি মোতায়েন শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ ও ২ উপজেলা মহাসড়কে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে

ছাতক-সিলেট রেলপথ সংস্কারে ধীরগতি

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:৪৬:১৩ পূর্বাহ্ন
ছাতক-সিলেট রেলপথ সংস্কারে ধীরগতি
শহীদনূর আহমেদ::
২০২২ সালের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ছাতক-সিলেট রেলপথ। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর সংস্কার কাজ শুরু হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা খুব শিগগিরই আবারো ছুটবে ট্রেন, বাজবে হুইসেল। তবে কাজের ধীরগতি নিয়েও রয়েছে শঙ্কা। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এদিকে বৃষ্টপাতের কারণে কাজ কিছুটা বিঘিœত হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে এমনই প্রত্যাশা ঠিকাদারি প্রতিষ্ঠান ও রেল কর্তৃপক্ষের।
জানা যায়, ২০২১ সালের দিকে করোনা মহামারির সময় থেকে বন্ধ এই রেললাইন। এরপর ক্ষতিগ্রস্ত হয় ২০২২ সালের ভয়াবহ বন্যায়। বন্যার প্রবল স্রোতের রেলপথের একাধিক স্থানের পথ ও স্লিপার লাইন ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকেই থেমে যায় ছাতক-সিলেট রুটের রেল চলাচল। পরিত্যক্ত হয়ে পড়ে থাকে স্টেশন। এতে আর্থিক ক্ষতির মুখের পড়েন ছাতক শিল্প এলাকার ব্যবসায়ীরা। দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর রেললাইন পুনঃস্থাপনে ফের সংস্কার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২৩০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। যেখানে রয়েছে রেলাইন সংস্কারসহ স্টেশনের আধুনিকায়নসহ রাখা বিভিন্ন সুযোগ-সুবিধা। এদিকে রেললাইন সংস্কারের শুরু থেকে বিভিন্ন অজুহাতে ঢিমেতালে করা হচ্ছে কাজ। কাজের ধীরগতি নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। 
রবিউল ইসলাম নামের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রেললাইন কাজ শুরু হওয়ার পর আমরা খুশি হয়েছি। কিন্তু কাজ যেভাবে হচ্ছে তা নিয়ে আমাদের যতেষ্ট শঙ্কা রয়েছে। এভাবে কাজ হলে কয়েক বছর সময় লাগবে। তিনি বলেন, সিলেট বিভাগের শিল্পাঞ্চল ছাতক, যেখানে রেললাইন স্থাপন করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন আর পণ্য পরিবহনের জন্য। বালু, পাথর, সিমেন্টসহ নির্মাণসামগ্রী বহন হতো এই রুটে। রেল চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্যও।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন বলেন, ছাতক রেলপথ ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্যায় রেলপথ বিধ্বস্ত হওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘদিন ধরে রেলপথ বন্ধ থাকার পর কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীরা আনন্দিত। আশা করি দ্রুত সময়ে কাজ শেষ হবে। বৃহৎ বাজেটের রেলপথের সংস্কার কাজটি বাস্তবায়ন করছে মীর আক্তার হোসেন লিমিটেড নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কাজ সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও কাজ চলছে ঢিমেতালে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মচারী জানালেন, কাজের গতি ঠিক থাকলেও বৃষ্টির কারণে কাজে কিছুটা বিলম্বিত হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ে, ছাতক বাজার-সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হচ্ছে। কাজের অগ্রগতি সন্তোষজনক আছে। আমরা আশা করছি খুব শিগগিরই এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।
কাজের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ে রেলপথের সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, রেললাইন পুনঃস্থাপনের কাজ জেলাবাসীকে আশান্বিত করেছে। আমরা চাইবো, সংস্কার কাজটি গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে। কেননা রেললাইনের কাজ বার বার হয় না। বিষয়টি আমরা তদারকির মধ্যে রাখবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স