জামালগঞ্জে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার
- আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ১২:০৩:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ১২:০৩:০৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জের সাচনা গ্রামে চুরির ঘটনায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে আদালতে পাঠিয়েছে জামালগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, জামালগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের মো. শহীদ মিয়ার ছেলে আবু কালাম (২৫), দুর্লভপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে জহির আলম (২০) ও পূর্ব লম্বাবাঁক গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে মো. জহিরুল হক (৫৫)। আটককৃতদের বিরুদ্ধে রিমান্ড চাইলে আদালত আবু কালাম ও জহির আলমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ অভিযান অব্যাহত থাকবে। আমরা চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। আশা করি দ্রুতই চুরির সাথে স¤পৃক্ত অন্যদেরকেও শনাক্ত করতে সক্ষম হব।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ