ইসলামিক রিলিফের কর্মশালা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪৬:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৮:৪৬:১২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
শাল্লায় ‘জনগোষ্ঠিভিত্তিক সুরক্ষা কমিটি গঠন ও প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক কর্মশালা স¤পন্ন। মঙ্গলবার ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ ইহসান প্রকল্প-২ এর আওতায়। ইউপি সদস্য সুনিল চন্দ্র দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী। আরও বক্তব্য রাখেন প্রকল্পের দায়িত্বে থাকা হাসনা হেনা ও কায়েস উদ্দিন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ওই ইউনিয়ন পরিষদের সচিব বিপ্লব কুমার দাস।
কর্মশালায় শিক্ষক, ইমাম, ছাত্রছাত্রী প্রতিনিধি, ইউপি সদস্যসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালায় নারী-পুরুষের মধ্যে অসমতা দূর করা, নারী ও শিশুদের প্রতি বৈষম্য রোধ করা, নারীদের ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে কমিটি গঠন করা হয়েছে। বক্তারা বলেন এ ধরনের কমিটি দুর্যোগকবলিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ